গাজীপুর প্রতিনিধি,
দ্বিতীয় ধাপে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ২ নারীসহ ১৫ বন্দির মুক্তি। করোনাভাইরাস সঙ্কটে কারাগারগুলোতে ভিড় কমাতে লঘুদণ্ডে দণ্ডিত বন্দিদের মুক্তি দেওয়ার সরকারী সিদ্ধান্তের পর আজ শনিবার দ্বিতীয় ধাপে কারাবন্দিদের মুক্তি দেয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের দুই কারাগার থেকে ২ নারীসহ মোট ১৫ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।
এর আগে প্রথম ধাপে গাজীপুর জেলা ও কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের চার কারাগার থেকে দুই নারীসহ মোট ১০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল।
কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা থাকে অত্যন্ত বেশি। তাই বন্দিদের চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।
ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ছয় মাস থেকে এক বছর সাজা ভোগকারী, তিন মাস থেকে ছয় মাস সাজা ভোগকারী এবং তিন মাস পর্যন্ত সাজা ভোগকারী বন্দিরা মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের বিশেষ বিবেচনায় লঘুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির সিদ্ধান্ত কার্যকর করা ইতিমধ্যে শুরু হয়েছে সারা দেশে। এরই অংশ হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ১৩ বন্দি, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দুই নারীসহ লঘুদণ্ডে দণ্ডিত মোট ১৫ কারাবন্দি মুক্তি পেয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল আলম বলেন, এ কারাগার থেকে শনিবার বিকেলে লঘুদণ্ডে দণ্ডিত ১৩ কারাবন্দি মুক্তি পেয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার আনোয়ার হোসেন বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লঘুদণ্ডে দণ্ডিত দুই নারী বন্দিকে শনিবার এ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত বলে জানান কারা কর্মকর্তারা।
‘লঘুদণ্ড’র ব্যাখ্যায় কারা কর্মকর্তারা বলেন, “বিভিন্ন অপরাধে যাদের সাজা এক বছর এবং তার থেকে কম হয়েছে, তাদের বেলায় এই আদেশ কার্যকর করা হচ্ছে।”
উল্লেখ্য : প্রথম ধাপে গত ৩ ও ৪ মে বিভিন্ন সময়ে কাশিমপুর হাইসিউিরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ১ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ৩ জন, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দুই নারী এবং গাজীপুর জেলা কারাগার থেকে ৩ জনসহ লঘুদণ্ডে দণ্ডিত মোট ১০ কারাবন্দি মুক্তি পায়।