গ্রামপোস্ট ডেস্ক,
সম্মিলিত প্রচেষ্টা ছাড়া যুদ্ধে জেতা সম্ভব না।করোনা ভাইরাস প্রতিরোধী যুদ্ধে আমরা অন্য কয়েকটি সংগঠনের সাথে স্বমন্বয় করে কাজ করার চেষ্টা করছি।নীলপদ্ম ও ক্ষুদ্র প্রয়াস সংগঠনকে সেইফ ফাউন্ডেশন -SAFE Foundation এর পক্ষ থেকে সামন্য কিছু ইফতার প্যাকেট তুলে দেয়া হয়। তারা সুন্দরভাবে তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে।আশা করি এই স্বমন্বয় অব্যাহত থাকবে।খবর বিজ্ঞপ্তি।