জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় গত ৩০ এপ্রিল একটি জিগা গাছে ঝুলন্ত অবস্থায় আজিবর রহমান (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ।
নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। সে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন।
এক মাস আগে সে বাড়িতে এসেছে।
নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে জলঢাকা থানায় নিহতের স্ত্রী, শ্বশুর এবং শ্বশুরী সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামীয়দের আসামি করে মামলা দায়ের করলে এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ।
গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে এজাহার ও প্রতিবেশী সূত্রে জানা যায়,নিহত আজিবর ও তার স্ত্রী রিনা বেগমের মধ্যে সংসার জীবনে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত ২৮ এপ্রিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ। এরপর ২৯ এপ্রিল থেকে আজিবর নিখোজ হলে পরের দিন দুপুরে বাড়ির পাশে একটি জিগা গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে। এদিকে নিহতের মা স্বামী হারা আলেয়া বেগম তার কলিজার ধন ছেলে আজিবরকে হারিয়ে প্রায় পাগলি অবস্থায় অনিদ্রায় দিনরাত পার করছেন। সংবাদকর্মীদের দেখে হাউমাউ করে
কেঁদে আলেয়া বলেন, আমি কিছুই চাই না, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান,মামলা রুজু করে নেয়া হয়েছে। এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মামলার গতি বাড়বে।