গ্রামপোষ্ট ডেস্ক ,
দেশব্যাপী বিরাজমান করোনা ভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসেবাসহ কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে বর্তমান সরকার ৩৯তম বিসিএস উত্তীর্ণ অপেক্ষমাণ তালিকা হতে নতুন ২,০০০জন চিকিৎসককে নিয়োগ প্রদান করেছেন।এরই প্রেক্ষিতে অদ্য ১২ মে ২০২০ তারিখে সিভিল সার্জন, নীলফামারী মহোদয়ের কার্যালয়ে ১০ জন নতুন চিকিৎসক যোগদান করেন।এসময় সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী মহোদয় ও সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন মহোদয় সদ্য যোগদানকৃত চিকিৎসকগণকে নীলফামারী জেলায় বরণ করে নেন এবং সকলকে দেশের এই পরিস্থিতিতে সর্বোচ্চ মেধা/শ্রম দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় সদ্য যোগদানকৃত চিকিৎসকদের মাঝে ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেন।খবর বিজ্ঞপ্তি।