মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
কিশোরগঞ্জে স্বাস্থ কমপ্লেক্স ভবন মেরামতের কাজে অনিয়ম। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভবন মেরামতের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পুরাতন দরজা পরিবর্তনের জন্য গামার কাঠ ব্যাবহারের বিপরীতে সাইতুনের কাঠ কেনায় এবং সেই কাঠ দিয়ে কাজ করায় এলাকাবাসী অভিযোগ করে। মঙ্গলবার এলাকাবাসীরা এসব নিয়ে ঠিকাদারের লোকের সাথে কথা বলতে বলতে একপর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়।
এলাকাবাসী সুজন ইসলাম জানায়, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গত ১৮ মার্চ ২০ ইং থেকে মেরামতের কাজ শুরু হয়। এখন পর্যন্ত মাত্র ৭ টি রুমের কাজ সম্পন্ন হয়েছে। খুবেই ধিরগতিতে কাজ করছে ঠিকাদারের লোকজন এবং কোন কাজই ভালোমতো করছে না এরা। দরজার কাঠের জন্য গামার কাঠ ব্যবহার বিপরীতে সাইতুনের কাঠ ব্যবহার করছে। যা অল্পদিনেই নষ্ট হয়ে যাবে। কাজের নীতিমালা দেখার জন্য ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে তিনি বলে আমি কাগজ নিয়ে আসিনি। কাজ বন্ধ করে দিলে ইঞ্জিনিয়ার পরবর্তীতে কাগজপত্র নিয়ে এসে দেখাতে চায়। তারপর থেকে তিনি আর স্বাস্থ কমপ্লেক্সে আসেনি।
কর্মরত হেড মিস্ত্রি জয়নালের সাথে কথা বললে তিনি জানায়, আমরা এখানে ৪ জন মিস্ত্রি কাজ করছি। এখন পর্যন্ত ৭ টি রুমের কাজ শেষ হয়েছে। স্টিমেট অনুযায়ী প্লাষ্টার, রং, টাইলস, দরজা, কারেন্ট ওয়ারিংসহ মেরামতের কাজ করছি। এই স্বাস্থ কমপ্লেক্সে মেরামতের কাজে সাব ঠিকাদার হিসেবে আছেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের (ঞওঈ) ড্রাইভার মোঃ হারুন। তিনি সব কাজ দেখাশুনা করেন। তারা আমাদের যেভাবে কাজ করতে বলছে আমরা সেভাবেই কাজ করছি।
এবিষয়ে উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু শফি মাহমুদ বলেন, ১৬ লক্ষ ৫ শত ৬২ টাকা বরাদ্দ্যে এ মেরামত কাজটি করছে মেসার্স মোজাম্মেল হক নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সিডিউল অনুযায়ী গত ২৬ ফেব্রুয়ারী স্বাস্থ কমপ্লেক্সের মেরামত কাজ শুরু হওয়ার কথা। এরপরই শুরু হলো করোনার তান্ডব। আমাদের স্বাস্থ কমপ্লেক্সও লক ডাউল ছিল। এসব মিলে কাজ শুরু হলো ১৮ মার্চ। আমাদের হাতে ওয়ার্ক শিট এসেছে কিন্তু এখনো। ৫৬ দিনে এখন পর্যন্ত আমাদের ৭ টি রুমের কাজ শেষ হয়েছে।ওয়ার্ক শিট অনুযায়ী ১০৫ দিনের মধ্যে অর্থাৎ ৩০ শে জুনের মধ্যে ঠিকাদারদের কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার দিতে হবে।
এবিষয়ে ঠিকাদার মিজানের সাথে কথা বলতে তার সেলফোনে বার বার ফোন দেয়ার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।