ডিমলা(নীলফামারী)প্রতিনিধি ,
করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে নীলফামারীর ডিমলায় কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের প্রকল্প সদস্যদের মাঝে বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর রিপ প্রকল্পের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১৩মে)সকালে উপজেলা গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ও দুপুরে নাউতারা ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত দুই ইউনিয়নের চাঁরশত ১৮জন উপকারভোগী পরিবারের মাঝে পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে বিএজেড ও নেটজ্ বাংলাদেশের অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ ছাড়াও এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামসুল হক,নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন,পল্লীশ্রী রিপ প্রকল্পের ডোমার-ডিমলার প্রজেক্ট ম্যানেজার মইনুল হক,ডিমলা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন,পল্লীশ্রীর রিপ প্রকল্পের ডিমলা ইউনিট ম্যানেজার নুরনাহার বেগম,ডোমার ইউনিট ম্যানেজার শামসুল হক,গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন সরকার,উপজেলা ছাত্রলীগের আহŸায়ক আবু সায়েম সরকার প্রমুখ।ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেক উপকারভোগী সদস্যদের পরিবারের মাঝে ২০ কেজি চাল,২ কেজি ডাল, ৫ কেজি আলু,১ কেজি সয়াবিন তৈল,২ কেজি লবন,১ কেজি সুজি, ১ কেজি চিনি, ৩টি সাবান,২টি মাস্ক সহ জরুরী ওষুধ প্যাকেজ করে বিতরণ করা হয়।
উল্লেখ্যঃ- এর আগে মঙ্গলবার(১২মে)উপজেলার বালাপাড়া ও খগাখড়িবাড়ী ইউনিয়নের চাঁরশত পরিবার মাঝে উল্লেখিতদের আয়োজনে ও অর্থায়নে একই প্যাকেজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।