স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে দুশজন দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বুধবার (১৩ই মে) সদরের নীলকুঞ্জ আবাসিক এলাকা সংলগ্ন ইদগাহ ময়দানের পাশে এসব ত্রান সামগ্রী চাল, ডাল, তেল ও একটি করে মুরগী বিতরন করা হয়।
সুত্রমতে জানা যায়, দেশের মানুষ করোনার ভাইরাসের জন্য খুব ভীতসশস্ত্র। দরিদ্র ও বেকার মানুষেরা দুঃখ কষ্টে জীবন পার করছে। এই পরিস্থিতিতে, অনেক ধনী ব্যক্তির সহায়তায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আজহারুল ইসলাম রাজা’র পরিচালনায় এবং অনুভব ফাউন্ডেশন এর কর্মকর্তা ও সমাজসেবী আঞ্জুমান পারভিন (রিমি) সমন্বয়ে আয়োজন করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার ও সমাজসেবক ফিরোজ আহমেদ, ব্যাবসায়ী আবু তাহের রাজা, প্রভাষক কল্লোল প্রমুখ।অনুভব ফাউন্ডেশন এর কর্মকর্তা ও সমাজসেবী আঞ্জুমান পারভিন (রিমি) বলেন, “করোনার ভাইরাস আমাদের জীবনকে স্থির করে তুলেছে। সুতরাং, প্রথমে আমরা এলাকার দরিদ্র ও দুস্থ লোকদের তালিকাভুক্ত করেছি। তারপরে আমরা প্রতিটি দরিদ্র মানুষকে ৫ কেজি চাল, অর্ধ কেজি তেল, আধা কেজি মসুর, এবং একটি মুরগি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের সকলের দরিদ্র মানুষের পাশে দাড়ানো উচিত। “ত্রাণ সামগ্রী পেয়ে খুশি হয়ে সুলতানা বলেন, “এই নিত্যদিনের সামগ্রী পেয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমার স্বামী দিনমজুর। তবে এখন তিনি কর্মহীন। তাই আমরা একটি অত্যন্ত দুরঅবস্থার মধ্য দিয়ে জীবন পার করছি। যেনারা আমাদের জন্য খাবার দিল তাদের আল্লাহ মঙ্গল করুক।