জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ওয়াপদা এলাকায় গাছ ফাড়াই কাঠ ক্রেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের সংবাদ ঘটনা ঘঠটছে।সুত্রমতে গত৫/৫/২০ইং তারিখে কালীগঞ্জ ওয়াপদা এলাকাবাসি সাদেক হোসেন নিজ বাড়ির ঘরের জন্য নবাবগঞ্জ বাজারে ভাই ভাই কার্ঠ ফার্নিচার মালিক মনছুর আলীর কাছে ১০সেপ্টি ফাড়াই করা কাঠ নিজ বাড়িতে নিয়ে আসেন।কাঠ গুলো রেখে দেন পুরানা ওয়াপদা অফিসের ঘরে।এ ঘটনাকে কেন্দ্র করে স্হানীয় লোকজন ক্যানেলের গাছ সাদেক হোসেন কেটেছে বলে অভিযোগ করে উপজেলা বনকর্মকর্তা,পুলিশ এবং সংবাদকর্মীদের খবর দেন।গত ১১/৫/২০ইং তারিখে সোমবার সকাল এগারোটায় ঘটনা শুনে দায়িত্ব প্রাপ্ত লোকজন ঘটনাস্হলে ছুটে গেলে সরেজমিনে দেখতে পান এর চিত্ত পুরো উল্টো। ঐ এলাকার সাদেক হোসেন নবাবগঞ্জ বাজার থেকে ফারাই করা কাঠ গুলো ওয়াপদার পুরনো ঘরে রেখে দিয়েছেন।মেমো অনুযায়ী গাছের ফাড়াই গুলো ভাই ভাই ফার্নিচার থেকে ক্রয়কৃত।এবিষেয়ে সাদেক হোসেনের সাথে কথা হলে তিনি বলেন আমি ফাড়াই করা কাঠ নবাবগঞ্জ বাজার থেকে ভাই ভাই ফার্নিচার এর মালিক মনছুর আলীর কাছ থেকে ক্রয় করেছি।আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সবেই মিথ্যা ভিত্তিহীন বানোয়াট।এবিষয় উপজেলা বনকর্মকর্তা রেজাউল করিম জানান আমি ঘটনা স্হলে গিয়ে ঘটনার কোন সত্যতা খুঁজে পাইনি।