গ্রামপোষ্ট ডেস্ক,
বৃহস্পতিবার ১৪ মে মুজিবর্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়।
বর্ণিত ভিডিও কনফারেন্সিং-এ নীলফামারী জেলা প্রান্তে সংযুক্ত ছিলেন নীলফামারী-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রানা মোহাম্মদ সোহেল মহোদয়, সংরক্ষিত মহিলা আসন-২৩ এর মাননীয় সংসদ সদস্য জনাব রাবেয়া আলীম মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নীলফামারী মহোদয়, জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি মহোদয়, উপপরিচালক স্থানীয় সরকার নীলফামারী মহোদয়, মেয়র নীলফামারী পৌরসভা, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান এবং বিভিন্ন ক্যাটাগরির উপকারভোগীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।খবর বিজ্ঞপ্তি।