পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড়ে ঢাকাফেরত একজনের করোনা পজেটিভ।পঞ্চগড়ে ঢাকাফেরত আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার শিকারপুর গ্রামে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তি একজন গার্মেন্টস কর্মী। তিনি গত ৬ মে ঢাকার মিরপুর থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ১১ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বনী বলেন, ঢাকা থেকে ফেরার পর ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছিল। তার করোনা শনাক্তের পর আশপাশের কয়েকটি বাড়িও লকডাউন করে করা হয়েছে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় মোট ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তেঁতুলিয়া উপজেলার চারজন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।