আহসান হাবিব,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে অসহায় দুস্থ মানুষের ধান কেটে দিলেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ । আজ (১৫ই মে) শুক্রবার সকালে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের শিমুলতলী মোড়ের পশ্চিম দোলা নামক স্থানে অসহায় কৃষক সিদ্দিক আলী’র ৩ বিঘা জমির ধান কেটে দেওয়ার মাধ্যমে ধান কাটা কর্মসূচির শুরু করেন জেলা কৃষক দলের নেতাকর্মীরা।
ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহন করেন জেলা কৃষকদলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, সদর উপজেলা শাখার সভাপতি শেফাউল আলম চৌধুরী লুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ আহমেদ, ইটাখোলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি দুলু হোসেন, সাধারন সম্পাদক আব্দুস সালাম সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।