হিলি (দিনাজপুর) প্রতিনিধি,হিলিতে করোনার উপসর্গ নিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু। দিনাজপুরের হিলিতে করোনার উপসর্গ নিয়ে (৪৮) অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে করোনার ভয়ে তার কাছে কেউ ভিড়ছেনা।
শুক্রবার সকাল থেকে হিলি জয়পুরহাট সড়কের গোরস্থান নামক সড়কের পার্শ্বে তার মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন জানান, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ওই ব্যক্তি কান পরিষ্কার করার কাজ করতো ও মাদকসেবী ছিল। কিছুদিন থেকে সে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলতো, সম্প্রতি সে শ্বাসকষ্টেও ভুগছিল। আজ সকালে সে মারা যায়, তার নামপরিচয় পাওয়া যায়নি। করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিতের জন্য স্যাম্পল কালেকশনের পর তার মরদেহ ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।