ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা তালিকা করণে ইউপি সদস্যের টাকা আদায়ের অভিযোগ।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা তালিকা করণে ইউপি সদস্যের টাকা আদায়ের অভিযোগ।

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদানে কর্মহীন হতদরিদ্র ও নিম্ম মধ্যবিত্তদের তালিকা করণ চলছে। সেই সাথে ইউপি সদস্যদের সুযোগ পাচ্ছে লক্ষাধিক টাকা আত্নসাদে।এদিকে নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তড়াশশী নদীর পাড় এলাকায় সরকারী আর্থিক সহায়তা ২৫০০ টাকায় ইউপি সদস্যের ১ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায়।
ওই এলাকায় তালিকা না হওয়া মোছাঃ লেবুজা বেগম জানান, আমরা গরিব অসহায় মানুষ। বর্তমান পরিস্থিতিতে ঘরে খাবার ব্যাবস্থাও নেই। কয়েকদিন আগে এলাকার ইউপি সদস্য নাসির উদ্দিন এসে আমাদের কাছে বলে আপনাদের আইডি কার্ডের ফটোকপিসহ ১ হাজার টাকা সাথে নিয়ে আসবেন। আপনাদের সরকারী আর্থিক সহায়তা ২৫০০ টাকা দেওয়া হবে।আমাদের এলাকায় ৪ জনের তালিকা হয়েছে।যারা ইউপি সদস্য নাসিরকে টাকা দিয়েছে তাদের তালিকা হয়েছে,আমি টাকা দিতে পারি নাই আমার তালিকাও হয় নাই। সুধু তাই নয় সরকারের বিভিন্ন বরাদ্দ্যেও টাকা চেয়ে বসে এই ইউপি সদস্য।
মোছাঃ সোনাবী বেগম জানায়, ইউপি সদস্য নাসির সরকারী আর্থিক সহায়তার ২৫০০ টাকার জন্য আমার কাছে ১ হাজার চায়। আমি পাশের বাড়ির একজনের কাছ থেকে ৫শত টাকা এনে দেই। কিন্তু মেম্বর আমার ৫ শত টাকা ফেরত দেয়, বলে ১ হাজার টাকাই লাগবে নাহলে তালিকায় নাম বসবে না।
ইউপি সদস্য নাসির উদ্দীন বিষয়টি অস্বীকার করে বলেন, সবাইকে তো আমার পক্ষে তালিকায় নিয়ে আসা সম্ভব না। ওই এলাকায় আমি ৪ জনের তালিকা করেছি।
তিনি আরও বলেন, ইউপি চেয়ারম্যান টাকা নিয়ে তালিকা করছে, তাহলে আমরা কি করবো? তাদের কাছ থেকেই তো আমরা শিক্ষা নেই।
এ বিষয়ে পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান জানায়, ইউপি সদস্য নিজের দ্বায় এড়িয়ে আমার উপর দোষ চাপাতে চেষ্টা করছে। আমার কাছে এখন পর্যন্ত কেউ ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে নি। তার বিরুদ্ধে অভিযোগ আসলে আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার জানায়, সরকারী আর্থিক সহায়তা ২৫০০ টাকার তালিকা করণের আগে আমরা সকল ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্যকে বলেছি কেউ যেন এ তালিকা করণে অনিয়ম করতে সাহস না পায়। আমরা আগামীকালই ওই এলাকায় গিয়ে বিষয়টি নিয়ে তদারুকি করবো। যদি এরকম কোনা অভিযোগ পাই তাহলে ওই ইউপি সদস্যের উপর আমরা ব্যাবস্থা গ্রহণ করবো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST