রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমারে ঢাকা এয়ারপোর্ট থেকে আসা এক যুবকের করোন শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়ালো মহিলা দুই ও পুরুষ চার মোট ৬ জন।
শনিবার (১৬ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের স্টেশন পাড়া এলাকার (২৮) বছরের যুবক।
গত ৮ মে ঢাকা হতে বাড়ী আসলে জ্বর ও পাতলা পায়খানা দেখা দেয়। ১৪ মে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ ।
১৬ মে রাতে ওই যুবকের করোনা রেজাল্ট পজেটিভ আসে বলে জানান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম।
ডাঃ মোহাম্মদ ইব্রাহীম আরো জানান, রাতেই করোনা ভাইরাস শনাক্ত রোগীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। রাত সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম আক্রান্ত যুবকের বাড়ীসহ ৩টি লকডাউন ঘোষনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।