নীলফামারী প্রতিনিধিঃ
ল্যাম্ব শো প্রকল্পের সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে সেবিকাদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সদর উপজেলার ৮নং পঞ্চপুকুর ইউনিয়ন ইউ এস এন্ড এফ ডব্লিউ সি ক্লিনিকের সেবিকাদেরকে পুরুস্কার বিতরণ করে ল্যাম্বশো প্রকল্প। আজ শনিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় পঞ্চপুকুর ইউনিয়ন মিলবাজার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত ল্যাম্বশো প্রকল্পের আয়োজনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকার। ল্যাম্ব শো প্রকল্পের ফিল কর্ডিনেটর সাহেরা বেগমের সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ছাড়াও ল্যাম্বশো প্রকল্পের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউ এস এন্ড এফ ডব্লিউসি ক্লিনিকের কর্মরত সেবিকাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব সরকার। আপনাদের সুবিধার্থে হাতের নাগালে দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য সেবার জন্য পরিবার কল্যান কেন্দ্র গড়ে তুলেছে। আপনাদের সেবায় জনস্বাস্থ্য সচেতনায় ইউনিয়ন বাসীকে উদ্বুদ্ধকরন করতে হবে । এই কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান থাকায় ল্যাম্বশো প্রকল্প আজ আপনাদের পুরুস্কার তুলে দিচ্ছ।