ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ
পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সকল প্রকার সহযোগিতা করে যাবে ডিবিএ’র সভাপতি।

পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সকল প্রকার সহযোগিতা করে যাবে ডিবিএ’র সভাপতি।

স্টাফ রিপোর্টার,
পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সকল প্রকার সহযোগিতা করে যাবে ডিবিএ’র সভাপতি।পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সোমবার (১৮ মে) পৃথক বিবৃতিতে সিএসই ও ডিবিএ এই অভিনন্দন জানিয়েছে।
সিএসই’র পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিএসইসি’র নতুন চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন এবং বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করে।
অপরদিকে ডিবিএ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসেন ডিবিএ’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।
শরীফ আনোয়ার হোসেন বলেন, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পেশাগত ক্ষেত্রে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও সফল একজন ব্যক্তিত্ব। দেশ-বিদেশে তার বিভিন্ন গঠনমূলক কার্যক্রম ও অবদানের জন্য তিনি বেশ প্রশংসা ও সুনাম অর্জন করেছেন। পুঁজিবাজারে তার আগমন, নেতৃত্ব ও অভিভাবকত্ব বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সকলকে আস্থা যোগাবে।
‘বিশেষ করে কোভিড-১৯ এর ফলে সৃষ্ট যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে পুঁজিবাজার রক্ষার পাশাপাশি এর উন্নয়ন ও অগ্রগতিতে তিনি সময়োপযোগী, বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুঁজিবাজার সব সংকট পেরিয়ে অচিরেই একটি শক্তিশালী, মজবুত ও টেকসই পুঁজিবাজারে উন্নীত হবে’ বলেন শরীফ আনোয়ার হোসেন।
ডিবিএ’র সভাপতি আশ্বাস প্রদান করে বলেন, পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ডিবিএ নতুন চেয়ারম্যান এবং তার কমিশনকে সকল প্রকার সহযোগিতা করে যাবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST