রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার,
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়েপড়া দুইশত মানুষের মাঝে নীলফামারীর ডোমারে ইফতার বিতরণ করেছে ছাত্রদল। সোমবার বিকালে ডোমার উপজেলা, পৌরসভা ও ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কর্মহীনদের ইফতার পৌঁছে দেয়।ডোমার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম, পৌরসভার ৪ নং ওয়ার্ড সাবেক সভাপতি ও জেলা সদস্য রাহিমুজ্জামান রুপক, কলেজ ছাত্রনেতা হৃদয় ইসলাম, ছাত্রনেতা সুজন রানাসহ অনেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষে বাড়ি বাড়ি গিয়ে ইফতার পৌঁছে দেন।তারা জানান, বিএনপি ও ছাত্রদল দেশের সকল দূর্যোগে সাধারন মানুষের পাশে ছিল। তারা কর্মহীন মানুষের সহায়তা আগামীতে খাদ্য সহায়তা করবে বলে জানান।