মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রাম্য পুলিশগণ বিশেষ ভূমিকা পালন করায় ২০১৯-২০ অর্থবছরে সরকার কতৃক বিশেষ অনুদান খাত হতে অর্থ প্রণোদনা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫৭ জন গ্রাম্য পুলিশদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ( ২০ মে) সকালে নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এসব অর্থ প্রণোদনা ও পিপিই বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার এলিনা আখতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।
এছাড়াও অর্থ প্রণোদনা ও পিপিই বিতরণ কালে উপস্থিত ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ,মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, ইটাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জুসহ আরও অনেকে।