ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটে জোর লড়াই তৃণমূল ও বিরোধী দল বিজেপির

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটে জোর লড়াই তৃণমূল ও বিরোধী দল বিজেপির

কলকাতা প্রতিনিধি,

ভারতের লোকসভা নির্বাচনের দুই দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখনো বাকি পাঁচ দফার নির্বাচন। তৃতীয় দফার ভোট চলে এসেছে কাছাকাছি। ২৩ এপ্রিল হবে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। ওই দিন ১৪টি রাজ্যের ১১৫টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসন। পশ্চিমবঙ্গের পাঁচটি আসন ঘিরে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির জোর লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।এর আগে প্রথম দফায় ১১ এপ্রিল পশ্চিমবঙ্গে হয়েছে দুটি আসনের নির্বাচন। কোচবিহার ও আলিপুরদুয়ার। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল হয়েছে তিনটি আসনে নির্বাচন। আসন তিনটি হলো দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়ি।দুই দফা নির্বাচনের পর শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি পৃথকভাবে দাবি করেছে, ওই আসনে তারাই জিতছে। একেবারে পাঁচে পাঁচ। কিন্তু সত্যি এই পাঁচ আসন কোন দলের ভাগ্যে লেখা রয়েছে, তা জানা যাবে আগামী ২৩ মে ফলাফল ঘোষণার দিন।তৃতীয় দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের এই পাঁচ আসন গুরুত্বপূর্ণ। এখন মালদহ উত্তরে ক্ষমতায় আছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাবেক কংগ্রেস সাংসদ বেনজির মৌসম নূর, মালদহ দক্ষিণে রয়েছেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে আছেন কংগ্রেস সাংসদ ও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি, বালুরঘাটে আছেন তৃণমূলের অর্পিতা ঘোষ এবং মুর্শিদাবাদে আছেন বামফ্রন্টের সিপিএম সাংসদ বদরুদ্দোজা খান। এবার পাঁচটি আসনই চাইছেন মমতা। তিনি এ নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন।মমতা বলেছেন, এই পাঁচ আসন জিতলেই তৃণমূল এবার ৪২টি আসনই পাবে। দিল্লিতে মোদিকে হটিয়ে নতুন সরকার গড়ার কারিগর হবেন তিনি।মমতার জন্য অবশ্য পথ সহজ হবে না। পাঁচ আসনেই রয়েছে বিপক্ষ বিজেপি ও কংগ্রেস প্রার্থী। মালদহ উত্তর আসনে এবার প্রার্থী দেয়নি বামফ্রন্ট। এখানে লড়াই হচ্ছে ত্রিমুখী। অন্য চারটি আসনে লড়াই হচ্ছে চতুর্মুখী। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূলের স্থানীয় চিকিৎসক মোয়াজ্জেম হোসেন এবং বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা উত্তর আসনে রয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী, বামফ্রন্টের বিশ্বনাথ ঘোষ এবং বিজেপির খগেন মুর্মু। জঙ্গিপুর আসনে রয়েছেন তৃণমূলের খলিলুর রহমান, বামফ্রন্টের জুলফিকার আলী এবং বিজেপির মাহফুজা খাতুন। মুর্শিদাবাদ আসনে রয়েছেন তৃণমূলের আবু তাহের, কংগ্রেসের আবু হেনা এবং বিজেপির হুমায়ুন কবির। বালুরঘাট আসনে লড়ছেন কংগ্রেসের আবদুল সাদেক সরকার, বামফ্রন্টের রণেন বর্মণ এবং বিজেপির সুকান্ত মজুমদার।তৃতীয় দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের পাঁচ আসনে লড়ছেন বড় চারটি দল দলসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৬১ জন প্রার্থী। এর মধ্যে ১১ জন কোটিপতি। যে চারজন সর্বাধিক সম্পদের মালিক, তাঁরা হলেন জঙ্গিপুর আসনের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর সম্পদের পরিমাণ ৩৬ কোটি ৮৩ লাখ রুপি। দ্বিতীয় স্থানে রয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। তাঁর সম্পদের পরিমাণ ২৭ কোটি ৯৫ লাখ রুপি। তৃতীয় স্থানে জঙ্গিপুর আসনের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৩৩ লাখ। চতুর্থ স্থানে রয়েছেন মুর্শিদাবাদ আসনের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬৩ লাখ রুপি।৬১ প্রার্থীর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সঙ্গে দেওয়া তাঁদের সম্পদের বিবরণ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করেছে এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। সবচেয়ে কম সম্পদের মালিক হলেন বালুরঘাট কেন্দ্রের দুই প্রার্থী। এঁদের প্রত্যেকের সম্পদের পরিমাণ পাঁচ হাজার রুপির নিচে। এঁরা হলেন সিপিআইএমএল (রেড স্টার) দলের মানস চক্রবর্তী এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা দলের নারান টুডু।এডিআর এবং ইলেকশন ওয়াচ তাদের প্রতিবেদনে এ কথাও বলেছে, ৬১ জন প্রার্থীর মধ্যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থী রয়েছেন ২৬ জন। স্নাতক ও স্নাতকোত্তর রয়েছেন ৩৩ জন, নিরক্ষর রয়েছেন দুজন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST