বগুড়া প্রতিবেদক,
আম্পান প্রভাবে বরগুনায় দমকা বাতাস ও ভারি বর্ষণ শুরু হয়েছে। রাত থেকে থেমে থেমে দমকা বাতাসের পাশাপাশি হালকা থেকে ভারি বর্ষণ শুরু হয়।
মঙ্গলবার দুপুর থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে রাত দশটার পর ভারি বর্ষণ শুরু হয়ে কিছুক্ষণ পর থেমে যায়।বুধবার ভোরে কলাপাড়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ মুঠোফোনে বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করেছে।বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর এর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার।
যোগাযোগ করা হলে, পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাওছার হোসেন বলেন,রাত ন’টা পর্যন্ত পরিমাপে স্বাভাবিকের চেয়ে বরগুনার নদ-নদীর জোয়ারের পানি দেড় ফুট বেশি উচ্চতায় জোয়ার প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার রাত থেকে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ কিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিলেও বেশীরভাগ আশ্রয় কেন্দ্রই এখনো জনমানবশূন্য অবস্থায়ই রয়েছে।