রংপুর অফিস ,
পুলিশ,চিকিৎসক,স্বাস্থ্যকর্মীসহ রংপুরের চার জেলায় নতুন করে ৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।আজ শুক্রবার সন্ধ্যায়
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, রংপুর মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ১শ’৮৮ জনের নমুনা পরিক্ষায় রংপুরে ১, লালমনিরহাটে ১, কুড়িগ্রামে ১ ও গাইবান্ধায় তিনজন। রংপুরে নতুন একজনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ৩শ’ ৫৪ জন।