নীলফামারী প্রতিনিধিঃ
বসুন্ধরা কিংস-পুলিশ সুপার কাপ কাবাডি মেগা টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় নীলফামারী জেলা পুলিশ ওই টুর্নামেন্টের আয়োজন করেছে।
শনিবার (২০এপ্রিল) বিকালে নীলফামারীর জলঢাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়।প্রথম খেলায় জলঢাকা ও সৈয়দপুর থানা পুলিশ কাবাডি দল ৬৭-৪৪ পয়েন্টে সৈয়দপুর থানা পুলিশ কাবাডি দলকে হারায়। পরে দ্বিতীয় খেলায় ৪৯–৩৮ পয়েন্টে জলঢাকা থানা পুলিশ কাবাডি দলকে হায়িয়েছে ডোমার থানা পুলিশ কাবাডি দল। প্রথম খেলায় জলঢাকা থানা পুলিশ কাবাডি দলের জাকির সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ শাহীন। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন পি পি এম। এ আগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান কাবাডি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন,জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দিপক চক্রবতী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, ৩নং বালাগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, ডোমার থানা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজার এস আই গোলাম মোস্তফা ও জলঢাকা থানার টিম ম্যানেজার এ এস আই মহাদেব মহন্ত প্রমূখ।