মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতর উৎযাপন করা হয়েছে। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আজ পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আজকের এই দিন উপলক্ষে জমজমাট থাকে বিপণি বিতানগুলো।এবার নেই কেনাকাটার আমেজ। ক্ষতির মুখে ব্যাবসায়ীরা। এবার নেই
ঈদ উল ফিতর উপলক্ষে চারিদিকে আনন্দ-উৎসব মুখর সেই আনন্দ। ঈদে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে দাওয়াত দেয়া তো দূরের কথা, করোনাভাইরাস সংক্রমণের ভয়ে কেউ যেন বাসায় প্রবেশ না করে সেদিকে লক্ষ্য সবার। বিশেষ প্রয়োজনে কোনো আত্মীয় দরজায় কড়া নাড়লেও প্রয়োজনটা মিটিয়ে বাইরে থেকে বিদায় দিতে পারলে ভালো হয় এমন অবস্থা এখন।
সোমবার (২৫ মে) সকালে করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দুরত্ব বজায় রেখে নীলফামারী কেন্দ্রীয় (বড়) মসজিদসহ অন্যান্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিগণ শারীরিক দূরত্বে থেকে নামাজ আদায় করেন। কোন কোন মসজিদে জায়গা সংকুলান না হওয়াতে বাহিরে নামজ আদায় করেছে মুসল্লিরা। আবার কোনা কোন মসজিদে ২ থেকে ৩ দফায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনাভাইরাসের কারণে শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার ঈদের নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাই মসজিদ গুলোতে নামাজ শুরুর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে কিছু কথা বলে নামাজ শুরু করছে জামাতের ঈমাম। শুধু তাই নয় ঈদে আত্মীয়-স্বজনের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ নয়। কথা হবে ফোনে। দেখা হবে ভার্চুয়ালি। এভাবেই পালিত হবে ঈদ।