ঢাকা প্রতিবেদক,
শ্রীলঙ্কায় বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২১ এপ্রিল) প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রীলঙ্কায় বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন।এক শোকবার্তায় রাষ্ট্রপতি বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতি এসময় শ্রীলঙ্কা সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।সব শেষ খবর অনুযায়ী, শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫০ জনের বেশি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।