গ্রামপোস্ট ডেস্ক ,
মাহতাবউদ্দিন এসেছিলেন কয়েকদিন আগে।বয়স নব্বইয়ের উপরে।২৮ বছর আগে ১৯৯২ সালে জেলা প্রশাসনের একজন জারিকারক হিসেবে অবসরে যান মাহতাবউদ্দিন। প্রত্যন্ত গ্রামের মাহতাবের শরীর টা ভেঙে পড়েছে অনেক আগেই। ছয় ছেলেমেয়ের তিনজন তাকে ছেড়ে চলে গিয়েছেন পরপারে। পিতা কিভাবে পুত্র হারানোর শোক সহ্য করে জীবন্ত লাশ হয়ে বেচে থাকে তা কেবল ওই পিতা ছাড়া আর কারো উপলব্ধি করা সম্ভব নয়। মাটির টানে গ্রামের বাড়িতেই অবসর কাটে মাহতাবউদ্দিনের। শরীরের ভারে এখন সব ধরনের কাজকর্ম বন্ধ তার। কোথাও যাওয়া আসা হয়না এখন। করোনার ভয়ে কেও আর বাসা বাড়িতে এসেও তেমন খোঁজ খবর নেয়না বৃদ্ধ মাহতাবের।
মাহতাবের পাশের বাড়িতে থাকেন আরো একজন অবসরপ্রাপ্ত বয়স্ক কর্মচারী। তার নাম আজিজ। আজিজ সাহেব নিজেও একজন জারিকারক ছিলেন।
হঠাৎ দুইদিন আগে মাহতাবউদ্দিনের প্রতিবেশি আজিজ সাহেবের ফোনে কল দেয়া হয়। সালাম জানিয়ে কুশলাদি জিজ্ঞেস করা হয়। একপর্যায়ে মাহতাবউদ্দিনের ফোন নম্বর না থাকায় তাকে অনুরোধ করা হয় আজিজ সাহেব নিজে যেন মাহতাবউদ্দিন কে জেলা প্রশাসনের সালাম পৌছে দেন এবং ঈদের আগেই যেন মাহতাবউদ্দিন কে সাথে নিয়ে নিজেদের পুরোনো অফিস ঘুরে যান। ফোন পেয়ে মনে হলো বিস্মিত হয়েছেন আজিজ সাহেব । আজিজ সাহেব মাহতাবউদ্দিনের বাড়িতে যান। পুরোনো অফিস থেকে এভাবে খবর নেয়ায় দুজনেই অবাক হয়েছিলেন।বৃদ্ধ মাহতাব ফিরে আসেন ২৮ বছরের পুরোনো কর্মস্থলে। খুব ভোরে উঠে ডিসি অফিসের দিকে রওয়ানা হয় সে। সরাসরি চলে আসে ডিসি অফিসে। ঈদের সময়ে অফিস বন্ধ থাকতে পারে তা জানা সত্ত্বেও তিনি এসেছেন। ব্যকুলতা যেন বন্ধের কথা বোঝেনা। বর্তমান পরিস্থিতিতে সবাই ছুটির দিনেও প্রয়োজন অনুযায়ী অফিসে আসে। অফিসে এসেই দেখি কয়েকজন বয়স্ক ভদ্রলোক অপেক্ষা করছেন। তাদের একজনের চেহারা আমার বাবার মতই। আমিও তাদের পাশে গিয়ে বসলাম।আমার করোনার ভয় থাকল না। এ দুরত্ব যেন মানুষের কাছে যাওয়ার জন্য।মানুষের পাশে বসবার জন্য।যা হোক, তাদের সাথে কথা বললাম। কথা হলো মাহতাবউদ্দিনের সাথেও।
আমি চিন্তা করছি আমার বাবার কথা। বাবাকে হারিয়েছি বেশ ক বছর হলো। যারা এসেছে তারা সবাই কারো বাবা। যখন কোনো সন্তান তার বাবা মা এর খবর রাখেনা তখন সেই সব বাবা মা এর খোজ রাখার দায়িত্ব আমাদের। যারা আমরা সরকারি চাকরি করি তাদের। নৈতিক কারণে মূলত যে কেওই এই দায়িত্বে আবদ্ধ। কে ডিসি, কে এস পি,কে পুলিশ, কে ম্যাজিস্ট্রেট, কে ডাক্তার,কে নেতা আসলেই কি এর কোনো মূল্য আছে যদি না মানুষের প্রয়োজন টা আমরা না বুঝতে পারি? মানুষের প্রয়োজনীয় সেবাটুকু যদি না করা যায় কি মূল্য আছে এই চাকরির তথা মানব জীবনের। প্রকৃত জীবন কখনওই প্রতিযোগিতার নয়, সর্বদাই সহযোগিতার। সর্বদাই সেবার। একবার ভেবে দেখুনতো করোনার এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ পিপিই পরা অবস্থায় আপনি কাওকে চিনতে পারেন কিনা? পারবেন না। তার সেবার ধরণ দেখে আপনি বুঝতে পারবেন সে কোন পেশার। মূলত সেবা প্রদান ই মূল লক্ষ্য।
মাহতাবউদ্দিন আমাদের পরিবারের ই একজন। এই দেশের এই সমাজের একজন।মাহতাবউদ্দিনের পাশে এসে বসে দেখুন। দেখবেন ঈশ্বর আমাদের খুব কাছেই। মাহতাবউদ্দিনের পাশে গিয়ে কি যেন মনে হলো।মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সহায়তা মাহতাবউদ্দিনের হাতে তুলে দিলাম। বাবার কথা মনে হচ্ছিল। যখন আপনার কাছে মাহতাবউদ্দিনের মত কেও আসবে তখন তাকে নিজের
পরিবারের মত করে ভাববেন। দেখবেন সেবা প্রদান করা খুব সহজ হয়ে গেছে। সকলের জন্য শুভ কামনা।জেলা প্রশাসন, নীলফামারী·,খবর বিজ্ঞপ্তি।