স্টাফ রিপোর্টার ,
নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হালির বাজার থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিনা দাস (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মিনা ওই এলাকার তিমু দাসের স্ত্রী। এ ঘটনায় পুলিশ তার স্বামী তিমু দাসকে আটক করেছে।
প্রায় এক বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানায়, খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পানির গর্তে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসির ধারণা তাকে স্বাষরোধ করে হত্যা করে গর্তে ফেলে দেয়া হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।