রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমার উপজেলায় কাভার্ডভ্যান ও মটর সাইকেল সংঘর্ষে এক জন নিহত হয়েছে।মটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার আমবাড়ি চিলাহাটি সড়কে কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে চিলাহাটিগামী জরুরি ঔষধ সরবরাহকারী পপুলার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড এর একটি কাভার্ডভ্যান ও বিপরীত দিক থেকে আসা মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মটর সাইকেলের পিছনের সিটে বসা ভোগডাবুড়ি ইউনিয়নের মুন্সিপাড়া রেলঘুন্টি এলাকার মৃত আফিজ উদ্দিনের পুত্র লুৎফর রহমান (৬৫) ঘটনাস্থলে মারা যান। মটর সাইকেল চালক একই এলাকার প্রামানিক পাড়ার মৃত মনসুর আলির ছেলে বরকত আলী গুরুতর আহত হন। এলাকাবাসি আহত বরকত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ও ঘাতক কাভার্ডভ্যানটিসহ ড্রাইভার ও হেলপারকে আটক করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে সোর্পদ করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। অভিযোগ পাইলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।