নীলফামারী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশে করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখা।
সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যাপরিষদের সভাপতি বাবু খোকা রাম রায়, সাধারণ সম্পাদক মৃণাল কান্তিত রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী প্রমূখ।
এদিকে একই দাবীতে বেলা ১২টার দিকে জেলার ডোমার উপজেলার রেলঘুন্টি মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ডোমার উপজেলা পুজা উদযাপন পরিষদ। আহবায়ক রামকৃঞ্চ বর্মনের সভাপতিত্বে ও তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,পুজা উদযাপন পরিষদের সদস্য অমল রায়,দয়াল চন্দ্র,খোকন অধিকারী,সদস্য সচিব অমর জীৎ,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব করিমুল ইসলাম,শিল্পী সমিতির সম্পাদক মিজানুর রহমান সোহাগ,কবি আনোয়ারুল ইসলাম। মানববন্ধর ও সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।