মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে এসএসসি-পরীক্ষায় ৭৯% জিপিএ-৫ পেয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ঈর্ষণীয় সাফল্যে খুশি শিক্ষক,অভিভাবকসহ ছাত্র-ছাত্রীরা।আজ রবিবার সকালে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে বাংলা ও ইংলিশ উভয় ভার্সনে শতভাগ শিক্ষার্থী সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে। এসএসসি পরীক্ষায় ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে ১৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।এই ফলাফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃকর্ণেল মোঃ সাজ্জাদ হোসেন, পিএসসি মহোদয় এই সাফল্যের পিছনে সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও অভিভাবক মন্ডলীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ সাজ্জাদ হোসেন, পিএসসি খুবই আবেগাপ্লুত হয়ে বলেন যে, বিগত বছরগুলোর চেয়ে আমাদের প্রতিষ্ঠানে এবার পাশের হাড় অত্যন্ত সন্তোষ্টজনক। আমাদের কলেজ থেকে বাংলা ও ইংলিশ উভয় ভার্সনে শতভাগ শিক্ষার্থী সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে। এসএসসি পরীক্ষায় ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে ১৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি না থাকলে আজ শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে পুরো ক্যাম্পাস কম্পিত হত। সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে তিনি সকল মহলকে আহবান জানিয়েছেন।
জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানায়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে পাশের হাড় ৭৯% এবং ঐ প্রতিষ্ঠানের ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯০ জন জিপিএ-৫ পেয়েছে যা অত্যন্ত সন্তোষ্টজনক।
তিনি আরও বলেন, জেলায় এবারে মোট এস এস সি পরীক্ষার্থী ২২ হাজার ৫১০জন। পাশ করেছে ১৮ হাজার ৭৪০ জন। জিপিএ-৫ ১ হাজার ৪৭২ জন। জেলায় পাশের হাড় ৮৩.২৫ %।