মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী): প্রতিনিধি ,
নীলফামারীর, কিশোরগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে এক যুবককের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (৩০মে) রাতে কিশোর গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আবুল কালাম আজাদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত হলেন- উগজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা ডাঙ্গাপাড়া পাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে স্বাধীন হোসেন( ১৯)। সে পেশায় একজন নরসুন্দর।
কিশোরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে কাজল টিভি সার্ভিসিং এর দোকানের নিকট থেকে তাকে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এ রায় দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গাঁজা সেবনকারী নিজের দোষ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নীলফামারী জেল হাজতে পাঠানো হবে।