ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ
কিশোরগঞ্জে অর্থনৈতিক উন্নয়নের হাতছানি,সেতু নির্মাণে পাল্টে গেছে গ্রামীণ জীবন।

কিশোরগঞ্জে অর্থনৈতিক উন্নয়নের হাতছানি,সেতু নির্মাণে পাল্টে গেছে গ্রামীণ জীবন।

মোঃ মিজানুর রহমান, কিশোর গঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর, কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৬টি সেতু /কালভার্ট নির্মাণে অর্থনৈতিক উন্নয়নের জোয়ার এসেছে।” উন্নয়ন আর গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে গোটা উপজেলার চিত্র যেন পাল্টে গেছে। নতুন সেতুসহ চলাচলে অনুপযোগী ও বিধ্বস্ত স্থানে পুনরায় সেতু নির্মাণ কাজ শেষ করেছে উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর । এসব সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় আরো একধাপ এগিয়ে গেল কিশোরগঞ্জ উপজেলা। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদের জীবনযাত্রা। বিকশিত হচ্ছে অর্থনীতির চাকা। উন্নত জীবনের স্বপ্ন দেখছে উপজেলার খেটে খাওয়া মানুষগুলো। কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের অধিনে ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় ১৬টি সেতু/কালভার্ট নির্মানে ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৯ লক্ষ ৪৩ হাজার টাকা। বর্তমানে ১৪ টি সেতু নির্মাণকাজ শেষ করে জনগণের চলাচলে করে দেওয়া হয়েছে উন্মুক্ত। এ সেতুগুলো চালু হওয়ায় ৫ লক্ষাধিক মানুষ এর সুফল পাচ্ছে । প্রকল্পিত সেতু গুলো হচ্ছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অবিলের বাজার হতে টটুয়ার ডাঙ্গাঁ মেলা অভিমুখী রাস্তায় ১৪ লক্ষ ৪৫ হাজার টাকা,
কিশোরগঞ্জ ইউনিয়নের পুষনা সরকারী প্রাথমিক বিদ্যালয় যাওয়ার রাস্তায় ১৮ লক্ষ ২৬ বাজার ৯৯৫ টাকা, মাগুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৌলভীর বাজার হতে মুন্সিপাড়া অভিমুখী ৩০ লক্ষ ৭০ হাজার ৯৪৮ টাকা, বাহাগিলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়ান খাল হতে পঁচা ডোবা অভিমুখী রাস্তায় ১৪ লক্ষ ৪৫ হাজার ৫০১ টাকা,চাঁদখানা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের বুড়ির হাট হতে চরকবন্দ অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকা, রনচন্ডী ইউনিয়নের কৈমারী দাখিল মাদরাসা হতে অবিলের বাজার অভিমুখী রাস্তায় ২৫ লক্ষ ৭৭ হাজার ৬৪৯ টাকা ওই ইউনিয়নের আনোরমারী কলেজ হতে কিসামত বিরচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯৯৫ টাকা,পুটিমারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সড়ক হতে পানিয়ান পুুকুর অভিমুখী রাস্তায় ১৪ লক্ষ ৪৫ হাজার ৫০৯ টাকা, ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাকেরের চাতাল হতে পুর্ব দিকে স:প্রা:বিদ্যালয় অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকা, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে চিড়াতি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পুষনা বাবুর বাজার অভিমুখী রাস্তায় ১৮ লক্ষ ২৬ হাজার ৯৯৫ টাকা, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মাঠের বাজার সড়ক হতে ডাঙ্গাপাড়া অভিমুখী রাস্তা ৩০ লক্ষ ৭০ হাজার ৯৪৮ টাকা,চাঁদখানা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিস্টুলের বাজার হতে পাড়ের হাট অভিমুখী রাস্তায় ১৭ লক্ষ ১৭ হাজার ১৮৫ টাক, মাগুড়া পারের হাট হতে চাঁদখানা অভিমুখী রাস্তায় ১৭ লক্ষ ১৭হাজার ১৮৫ টাকা,কিশোরগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইয়াসিন মেম্বারের পাড়া হতে খামার ডুমুরিয়া অভিমুখী রাস্তায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকা ব্যয়ে ১৬ টি সেতু নির্মাণ করা হয়েছে । সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুগুলোর কাজ সরকারি সিডিউল মোতাবেক সম্পন্ন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানায় সেতু গুলো চালু হওয়ায় কৃষিজাত পণ্য সহজেই বাজারজাত করার যোগাযোগ সৃষ্টির মধ্য দিয়ে বাণিজ্যিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে উন্নত চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন।কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার বলেন, নবনির্মিত ১৬টি সেতু সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রতিশ্রুতির একটি সফল বাস্তবায়ন। এ নির্মিত সেতুগুলো চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, ওই সেতুগুলো নির্মিত হওয়ায় উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে আজ নিভৃত পল্লীতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST