রংপুর প্রতিবেদক,
দিন দুপুরে রংপুরে এক আইনজীবীকে জবাই করে হত্যা করেছে এক দূর্বৃত্ত। এসময় ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান জানিয়েছেন, দুপুরে নগরির ধর্মদাসপুর গ্রামের বাসিন্দা আইনজীবী আসাদুল হকের বাড়িতে ঢুকে রতন নামে এক যুবক। পরে ধারালো ছোড়া দিয়ে তাকে জবাই করে হত্যা করে। এসময় গ্রামবাসী রতনকে আটক করে পুলিশে দেয়।
তবে নিহতের স্বজনদের অভিযোগ, একই এলাকার বাসিন্দা ঘাতক রতন মিয়া এলাকায় সিচকে চোর হিসেবে পরিচিতি রয়েছে। এর আগেও চুরি করতে এসে বেশ কয়েকবার ধরাও পরেছিলো।
হত্যার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। নিহত আইনজীবী রংপুর জেলা জজকোর্টের এ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর ছিলেন।