মোঃহারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে মাস্ক ও হেলমেটবিহীন আরোহীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সদর ট্রাফিক পুলিশ,নীলফামারী।আজ (৮ জুন) সোমবার সকালে সৈয়দপুর নীলফামারী সড়কের চৌরঙ্গীর মোড়ে এ অভিযান চালায় সদর ট্রাফিক পুলিশের সদস্যরা। চলাচল করা রিক্সা,ভ্যানের আরোহী ও চালক সহ মোটর সাইকেলে আহরণ করা চালক ও আরোহীদের যাদের হেলমেট নাই এবং তিন জন মোটরসাইকেলে আরোহন করেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সদর ট্রাফিক পুলিশ,নীলফামারী।
এছাড়াও পণ্যবাহী ট্রাকের ড্রাইভার,হেলপার যারা মাস্ক ব্যাবহার করেনি এবং মাইক্রোবাসে অতিরিক্ত যাত্রী বহন করছেন,বাসের ভিতর স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে যাত্রী বহনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে ট্রাফিক পুলিশের সদস্যরা।
এবং রিক্সা,ভ্যান চালক যারা সীটের এক পার্শ্বে পা রেখে রিক্সা,ভ্যান চালান তাদেরকে থানায় আটক করা হয়। রিক্সা, ভ্যান ও অটো চালক যারা মাস্ক না পড়ে যাত্রী বহন করছেন তাদের ২ ঘন্টা আটক রেখে মাস্ক পড়িয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সদস্যরা বলেন,অভিযান অব্যাহত থাকবে এবং সর্বসাধারণকে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা যাচ্ছে।