সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,
সৈয়দপুরে শহরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়ে এক ছেলে বাড়ি হাতিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার বৃদ্ধা সাফতারা বেগম সংবাদ সম্মেলন করে ছেলে খালেদ সিদ্দিকীর বিরুদ্ধে বাড়ি জবর দখলের অভিযোগ করেন।
স্থানীয় সৈয়দপুর প্লাজায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, তার প্রয়াত স্বামী মঈন সিদ্দিকী ও তার নামে শহরের মুন্সিপাড়ায় একটি বাড়ি, মঈন মার্কেট ও ২৪ শতক জমি রয়েছে। ১৯৯৩ সালে তারা স্বামী স্ত্রী ৩ ছেলে রাশেদ সিদ্দিকী, খালেদ সিদ্দিকী ও তারিক সিদ্দিকীর নামে কোন বিনিময় ছাড়াই হেবা দলিল (দান পত্র) করেন। হেবা দলিল দেয়া হলেও তাদেরকে দখল দেয়া হয়নি। তবে শর্ত ছিল মৃত্যুর পর তাদের ঔরষজাত সব ছেলে মেয়ে স্থাবর-অস্থাবর সম্পদের তুল্লাংশে মালিক হবেন। কিন্তু তার চতুর্থ ছেলে খালেদ সিদ্দিকী ২০২০ সালে ফেব্রুয়ারী মাসে হেবা দলিল সূত্র ধরে অত্যন্ত গোপনে তার অংশ নিজ নামে খারিজ করে নেয়। পরে বিষয়টি ফাঁস হলে এ নিয়ে মায়ের সঙ্গে ছেলে খালেদ সিদ্দিকী ও তার স্ত্রী সিমা সিদ্দিকী বিবাদে জড়িয়ে পড়েন। এমনকি মায়ের ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। এ নিয়ে মাসহ তার অন্য ছেলে রাশেদ সিদ্দিকীর উদ্যোগে নিজ বাড়িতে গত ২৯ মে শালীসি বৈঠক হয়। বৈঠকে ছেলের অপকর্ম তুলে ধরলে ছেলে খালেদ সিদ্দিকী ওই শালিস বৈঠকে মাকে নির্যাতন করে। এমন অবস্থায় মা সাফতারা বেগম তৎক্ষণাত মৌখিকভাবে ত্যাজ্য পুত্র ঘোষণা করেন ছেলে খালেদ সিদ্দিকীকে। এ ঘটনায় ছেলে আরও ক্ষিপ্ত হয়ে মায়ের ওপর চরম নির্যাতন চালিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয়। এ অবস্থায় তিনি স্বামীর মুন্সিপাড়াস্থ পুরাতন বাড়িতে আশ্রয় নেন। তিনি এ ঘটনার সুবিচার দাবি করে বেদখল হওয়া বাড়ি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সাফতারা বেগম ঘোষণা করেন যে, আমার স্থাবর-অস্থাবর সম্পদ আমি আমার প্রয়োজনে যে কারও নামে হস্তান্তর করব। এক্ষেত্রে আমার কোন উত্তরসুরী কোনভাবে ওজর আপত্তি করতে পারবে না। তবে যদি কেউ করে তা সর্বাদালতে ও সর্বস্থানে অগ্রাহ্য হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃদ্ধার ছেলে রাশেদ সিদ্দিকী, পুত্রবধূ নাগমা সিদ্দিকী প্রমুখ। সংবাদ সম্মেলনে সৈয়দপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।