রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার, ২০২২ সালের মধ্যে দেশ থেকে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলে “জাতীয় জলাতংক নির্মূল কর্মসূচী” বাস্তবায়নে নীলফামারী ডোমার উপজেলায় দিনব্যাপি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নির্ণয় শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এসময় থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মেডিক্যাল অফিসার ডা.সুদেব চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ,উপজেলা হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ বেলাল ঊদ্দিন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী,ঢাকার এমডিভি সুপারভাইজার জিন্নুর রাইন আলী শাহ। আগামী ১৭ জুন উপজেলার১০টি ইউনিয়নে প্রতি ইউনিয়নে ২জন করে ২০জন ও পৌরসভায় ৫জন লোক স্বেচ্ছাসেবক ৫দিন ব্যাপি ২ হাজার ৫শত কুকুরকে ভেকসিন দেওয়া হবে বলে অবহিতকরণ সভায় জানা গেছে।