মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী জেলায় নতুন করে ৩জন নারীসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার (১৪ জুন) রাত ১০ টায় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১ ও ২ জুনে পাঠানো নমুনায় ১৩ জন এবং একই দিন রাত ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের থেকে ৮,৯ ও ১০ জুনের নমুনায় ৫ জনের করোনা পজেটিভের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ফলো আপ নমুনায় নীলফামারী সদরের ২ বছরের এক শিশু পুনরায় পজেটিভ হয়েছে।
নীলফামারী সিভিল সার্জনের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা হতে পাঠানো ১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এদের মধ্যে নীলফামারীর ডোমার উপজেলায় এক নারী সহ ৩ জন, জলঢাকা উপজেলায় এক নারী সহ ৬ জন, সৈয়দপুর উপজেলায় এক নারী সহ ২ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ২ জন।
তথ্য মতে, দিনাজপুর হতে পাঠানো ৫ জন পজেটিভের মধ্যে নীলফামারী সদরে ৪ জন ও সৈয়দপুরে একজন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৫৫ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৮১, জলঢাকা উপজেলায় ৪৭, ডিমলা উপজেলায় ৪৪, সৈয়দপুর উপজেলায় ৩৪, ডোমার উপজেলায় ৩১ ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৮ জন। এছাড়াও করোনা পজেটিভ হয়ে মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১২৪ জন। নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে ৮৩ জন ও রংপুরে স্থানন্তরিত হয়েছেন ৩ জন।