মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
মুজিববর্ষ উপলক্ষে বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশে একমাত্র ভরসা কৃষিক্ষাত। দেশের খাদ্য ঘাটতি ও আমিষের চাহিদা পূরণে কৃষিক্ষাতকে আরও স্প্রসারণ করতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করছে কৃষি বিভাগ। এছাড়াও বর্তমান সরকার কৃষকদের নানাভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। সেইসাথে তৃণমূল কৃষকদের মাঝে দল গঠন করে মাঠ প্রদর্শনির মাধ্যমে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করছে। নীলফামারীর সদর উপজেলায় রংপুর বিভাগ,কৃষি ও গ্রামীণ উন্নয়ক প্রকল্পের আওতায় শুরু হচ্ছে বিনা মুল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রম।
নীলফামারী সদর উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভা মিলে ৪৬ ব্লকের অন্তর্ভূক্ত করা হয়েছে। সেইসাথে প্রত্যেক ইউনিয়নে এক জন করে উপসহকারী ব্লক পরিচালনায় আছেন। অর্থবছরে প্রত্যেকটি ব্লকে ১৩৮ টির মধ্যে ৬৯টি গ্রুপ গঠন করা হয়েছে এবং প্রত্যেক গ্রুপে ৩০ সদস্যের অন্তর্ভূক্ত করে সকলকে ১ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। সেইসাথে ৬৯ গ্রুপের মধ্যে ৪১ টি গ্রুপের কৃষকের মাঝে ৫ জাতের চারা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষকের মাঝে ১ টি আমগাছ, ১ টি মালতা গাছ, ১ টি লিচু গাছ, ১ টি পেয়ার গাছ ও ১ টি জাত নিমের গাছ দেওয়া হবে।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমরা সকল কৃষকের মাঝে মানসম্মত ফসল উৎপাদনে প্রশিক্ষণ দিয়ে আসছি। তারই ফল হিসেবে আমরা বোরো ধানে সফলতা পেয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সবসময় মাঠ পর্যায়ে থেকে কৃষকদের বিভিন্ন সবজি চাষ ও আমন ধান চাষের পরামর্শ দিয়ে যাচ্ছে এবং গ্রুপ করে আমরা কৃষকের মাঝে বীজ ও চারা বিতরণ করবো।