খুলনা প্রতিবেদক,
করোনা উপসর্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম রওশন মোল্লা। বাড়ি খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায়। তিনি জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ পৌনে চারটার দিকে তার মৃত্যু হয়।
করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন, হাসপাতালের পরিচালক ডাক্তার মুন্সি রেজা সেকেন্দার। এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনে করোনা উপসর্গে ৪৫ জনের মৃত্যু হয়েছে।