মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন যেমন বাড়ছে তেমনি নীলফামারীতেও পর্যায়ক্রমে বেড়েই চলেছে কোভিড প্রমানিত রোগীর সংখ্যা। নীলফামারী সিভিল সার্জনের পরিসংখ্যান বিভাগের বুধবারের (১৭ জুন) তথ্য অনুযায়ী নীলফামারীতে মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬৩ জনে। তবে নীলফারীতে এখন পর্যন্ত ১২৫ জন রোগী সুস্থ হয়েছে বলে জানায় পরিসংখ্যান বিভাগ। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোমকোয়ারেন্টাইনে ৩১ জন রোগী যুক্ত হয় এবং হোমকোয়ারেন্টাইন সম্পন্ন করা রোগীর সংখ্যা ৪৭ জন। নীলফামারী জেলায় করোনা সংক্রমণে বর্তমানে হোমকোয়ারেন্টাইনে রয়েছে ৩৭৯ জন। গত ০১ ডিসেম্বর ২০১৯ থেকে আজ পর্যন্ত হোমকোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ১২৫৪৭ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নতুন করে কেউ যুক্ত হয়নি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাই সম্পন্ন করা রোগীর সংখ্যাও (শুণ্য)। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৪ জন। মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ২২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে ৪ জন রোগী যুক্ত হয়েছে এবং আইসোলেশন হতে ছাড়পত্র রোগীর সংখ্যা ৩ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২৮ জন। এদিকে জেলায় শুরু থেকে এখন পর্যন্ত করোনা রোগী মৃত্যুর সংখ্যা ৬ জন এবং করোনা রোগী সুস্থ হয়েছেন ১২৫ জন বলে জানায় নীলফামারী সিভিল সার্জনের পরিসংখ্যান বিভাগ।নতুন করোনা পজেটিভ ৪ জন নীলফামারী সদরে ১ নারী, সৈয়দপুর উপজেলা শহরের ইসলামবাগ মসজিদ মহল্লার ১ যুবক ও জলঢাকা উপজেলায় ২ জন। এ ছাড়া জেলা শহরের পৌর এলাকার বাবুপাড়া মহল্লার এক নারী সহ ২ জনের ফলোআপ রির্পোটে পুনরায় পজেটিভ এসেছে।
বিঃ দ্রঃ-১। সংগৃহীত মোট নমূনার সংখ্যাঃ- ২৭৭৯,প্রাপ্ত ফলাফলঃ-২২৯৩।