শরীয়তপুর জেলা প্রতিনিধি,
শরীয়তপুরে আরও ১৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২শ ১৫ জন। জেলা রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা ডা. আঃ রশিদ জানিয়েছেন, শরীয়তপুরে গেল ২৪ ঘন্টায় ১৩ জনের শরীরে কভিড ১৯ এর সংক্রমন পাওয়া গেছে। এদের মধ্যে ৯ জনকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২ শ ৭৬ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ৩ হাজার ৮ শত ৪৭ জনের পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে। এদের ৫ জন মৃত্যু বরন করেছে আর ১শ ৩৫ জন সুস্থ্য হয়েছে।