বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি, দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।বুধবার (১৭ জুন) রাতে উপজেলার প্রেমবাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের তেলিপাড়ার ইমাজ উদ্দীনের ছেলে আবুল হোসেন (৪২) ও একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৬)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান গ্রাম পোষ্টকে জানান, রাতে আবুল ও জাহাঙ্গীর মদপান করে মাতাল অবস্থায় মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে একটি ট্রাক্টরের পেছনে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।