ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিংসায় বিভিন্ন হাসপাতালকে ২০টি ভেন্টিলেটর মেশিন দিয়েছে টি কে গ্রুপ। 

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিংসায় বিভিন্ন হাসপাতালকে ২০টি ভেন্টিলেটর মেশিন দিয়েছে টি কে গ্রুপ। 

চট্রগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিংসা সেবা দিতে বিভিন্ন হাসপাতালকে ২০টি ভেন্টিলেটর মেশিন দিয়েছে টি কে গ্রুপ। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের জন্য ১০ টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালকে তিনটি করে এবং পার্কভিউু হাসপাতাল ও সার্জিস্কোপ হাসপাতালকে দুইটি করে ভেন্টিলেটর মেশিন দেওয়া হয়। শুক্রবার সকালে নগরীর সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর প্রতিনিধিদের হাতে ভেন্টিলেটরগুলো তুলে দেন চট্টগ্রামের জেলা প্রমাসক মো. ইলিয়াস হোসেন। টি কে গ্রুপের মার্কেটিং বিভাগের পরিচালক মোফাচ্ছেল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, করোনার প্রথম থেকে টি কে গ্রুপ বিভিন্নভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও তারা আত্নমানবতার সেবায় মানুষের পাশে থাকবে বলে জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST