ঘোষনা:
শিরোনাম :
রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত
বিশেষ অভিযানে নিশিদ্ধ জঙ্গি সংগঠনের ‘আল্লাহর দল’বিভাগীয় নায়কসহ ৭ জন গ্রেফতার-ব্যাংকে নামে-বেনামে প্রচুর অর্থ জমা।

বিশেষ অভিযানে নিশিদ্ধ জঙ্গি সংগঠনের ‘আল্লাহর দল’বিভাগীয় নায়কসহ ৭ জন গ্রেফতার-ব্যাংকে নামে-বেনামে প্রচুর অর্থ জমা।

ঢাকা প্রতিবেদক,
বিশেষ অভিযানে নিশিদ্ধ জঙ্গি সংগঠনের ‘আল্লাহর দল’বিভাগীয় নায়কসহ ৭ জন গ্রেফতার-ব্যাংকে নামে-বেনামে প্রচুর অর্থ জমা এই সংগঠনের।ইসলামের অপব্যাখ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষকে উগ্রবাদে উদ্বুদ্ধের চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল। শুধু তাই নয়, জঙ্গি কার্যক্রমকে জোরদারে তারা আর্থিক কাঠামোও তৈরি করেছে। সংগঠনটির যাবতীয় আর্থিক মূলধনের একটি বড় অংশ নামে বেনামে দেশের বেশ কয়েকটি ব্যাংকে গচ্ছিত রয়েছে বলে জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২০ জুন) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণখান থেকে ‘আল্লাহর দল ওরফে আল্লাহর সরকার’ নামে জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রক ও বিভাগীয় নায়কসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর একটি দল। এরপর র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৮ আগস্ট রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আল্লাহর দল জঙ্গি সংগঠনের ভারপ্রাপ্ত আমীরসহ চারজন এবং ২৮ আগস্ট রাজধানীর দক্ষিণখান থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি জোরদার করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতরাতে সংগঠনটির আরও সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, আব্দুল হান্নান (৪৯), মেহেদী মোর্শেদ পলাশ (২৮), সোহেল হোসেন (৩১), হাসান মাহমুদ (৩৫), নাজমুল হাসান রাজু (২৪), মো. রেজাউল ইসলাম (৩১), রবিউল ইসলাম (৩৩)।

এ সময় তাদের কাছ থেকে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধকরণ বই, মোবাইলফোন, নগদ ৩৫ হাজার ৮০ টাকা এবং লিফলেট, আয়-ব্যয় ও বিভিন্ন হিসাবের ফরমসহ বিবিধ কাগজপত্র জব্দ করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল বুলবুল বলেন, ১৯৯৫ সালে জঙ্গি মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুবের নেতৃত্বে ‘আল্লাহ’র দল নামক জঙ্গি সংগঠনটি গড়ে উঠে এবং ২০১৪ সালে মতিন মেহেদীর গোপন নির্দেশে এটি ‘আল্লাহ’র সরকার’ নামকরণ করা হয়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST