মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেইসাথে করোনা সংকট মোকাবেলায় নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে, হতদিরদ্র মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী ও মাস্ক ও গাছ বিতরন করেছেন চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগ। আজ মঙ্গলবার সকালে চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্দ্যোগে দলীয় কার্যালয় চত্ত্বরে চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান শাহ্’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশক্রমে, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগত অর্থায়নে, ৫০০ পিচ শাড়ী,লুঙ্গী, ১০০০ মাস্ক ও ৫০০ গাছ বিতরন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।