ডিমলা (নীলফামারী) প্রতিনিধি,
আজ ২৩ জুন ঙ্গলবার সকাল ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের সামনে রাখা সরকারী ২টি এ্যাম্বুলেন্স এসি পাম্প নষ্ট হওয়ায় এ্যাম্বুলেন্স ড্রাইভার আব্দুল হাকিম ও স্থানীয় মেকার রুবেল সহ মেরামত করার সময় যান্ত্রিক ত্রুটির কারনে হঠাৎ করে ঢাকা মেট্রা-ছ-৭১-১১০৩ এ্যাম্বুলেন্সে আগুন লেগে সামন পার্শ্বের বাম দিকে বাম্পার ও হেডলাইট সহ কিছু অংশ পুড়ে যায়।এ সময় আশপাশের লোকজন আগুন নিভানো চেষ্টা করার শেষ পর্যায়ে ডিমলা ফায়ার সার্ভিসের গাড়ী এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম বলেন, অল্পের জন্য গাড়িটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে তা না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।