মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে জাল টাকার নোট সহ পাঁচ জন ও ফেনসিডিল সহ তিন জনকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলণ কক্ষে প্রায় চার লাখ টাকার জাল নোট ও ২০৫ বোতল ফেনসিডিলসহ আসামীদের আটকের তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)।
জাল টাকাসহ আটক কৃতরা হলেন,সাদ্দাম (২৫) পিতা জয়নাল আবেদীন, সাং- কাতলীতরবগঞ্জ (চৌবাড়িয়া), থানা ও জেলা টাঙ্গাইল, শামসুল (২৯) পিতা ্আক্কাস আলী ,সাং- বলফা, থানা গোরীপুর, জেলা ময়মনসিংহ ,মাসুম মিয়া (২৮) পিতা আব্দুল আউয়াল, সাং- ১১৫, দক্ষিন যাত্রা বাড়ী, থানা যাত্রা বাড়ী, ডিএমপি ঢাকা, সাইদুর খাঁ, পিতা হাবিব খাঁ, সাং- ছয়না, থানা ও জেলা মাদারীপুর, শফিকুল ইসলাম, পিতা মৃত নুরুল ইসলাম, সাং- স্বপ্ল পশ্চিম পাড়া ,থানা গৌরিপুর জেলা ময়মনসিংহ।
ফেনসিডিলসহ আটক কৃতরা হলেন,আক্কাস আলী, আরিফুল ইসলাম, সিরাজূল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল রুহুল আমীন, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, অফিসার ইনচার্জ (ডিবি) কে.এম আজমিরুজ্জামান প্রমুখ।