ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
জলঢাকায় মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন।

জলঢাকায় মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন।

জলঢাকা (নীলফমারী) প্রতিনিধি,

মাছ বাজার সম্প্রসারণ করে একত্রে রাখার দাবীতে মানববন্ধন করেছে জলঢাকা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি নেতৃবৃন্দ। রোববার দুপুরে পৌর শহরের উপজেলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা রোডস্থ মাছ বাজারটি দ্রুত সময় সম্প্রসারণ করা দরকার।

তারা আরও বলেন, পৌরসভার বিভিন্ন জায়গায় মাছ বিক্রি বন্ধ করতে হবে। মৎস্য ব্যবসায়ীদেরকে বিভক্ত করা থেকে বিরত থাকার আহবান জানান তারা। এসময় বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি দীজেন্দ্র নাথ পকিয়া, সাধারণ সম্পাদক রথীন্দ্র নাথ রায় জিয়া, ধনেশ্বর রায়, গোপাল চন্দ্র রায়, নরত্তোম রায়, নকেস রায়, দীপচান রায় প্রমূখ।

মৎস্য ব্যবসায়ীদের চলমান সংকট নিরসনে পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট বলেন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল মৎস্য ব্যবসায়ীদেরকে নিয়ে অতি দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বর্তমান মাছ বাজারে যথেষ্ট জায়গা রয়েছে। বর্তমান সমস্যা নিরসনের জন্য আমরা পূর্বের মাছ বাজারের জায়গায় তাদেরকে বসতে বলেছিলাম। কিন্তু তারা সেখানে না বসে অন্য আর এক জায়গায় পরিচালনা করছে। এ কাজটি আইন সঙ্গত নয়। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি মাছ ব্যবসায়ীদের একটি অংশ নির্ধারিত জায়গায় ব্যবসা না করে পৌরশহরের পুরাতন গরুরহাটে ব্যবসা পরিচালনা করায় এ সংকট সৃষ্টি হয়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST