কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর, কিশোরগঞ্জ উপজেলায় চলন্ত ভ্যান থেকে পড়ে চিনু বালা( ৭৫)নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মাগুড়া ইউনিয়নের পারের হাট আক্কেলপুর গ্রামের মৃত ভরত চন্দ্রের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার রাত সাড়ে আটটার দিকে । স্থানীয় এলাকাবাসী ও নিহতের। পারিবারিক সূত্রে জানা গেছে, চিনু বালা তার দু -মেয়ে সহ নাতনি বাড়ি বাহাগিলি থেকে ভ্যানযোগে রাতে বাড়ি ফেরার পথে চাঁদখানা ইউনিয়নের সিংগীমারী নামক স্থানে পৌছিলে বাঁকা রাস্তায় মোড় নেওয়ার সময় চিনু বালা ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ওই বৃদ্ধা রাতে নাতনির বাড়ি থেকে ফেরার পথে চলন্ত ভ্যান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।