ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীতে নার্স,আয়া,শিশু ও পৌরসভার সহকারী প্রকৌশলী সহ নতুন করে ৪৯ জন করোনা শনাক্ত।

নীলফামারীতে নার্স,আয়া,শিশু ও পৌরসভার সহকারী প্রকৌশলী সহ নতুন করে ৪৯ জন করোনা শনাক্ত।

স্টাফ রিপোর্টার ,
নীলফামারীতে নার্স,আয়া ও পৌরসভার সহকারী প্রকৌশলী সহ নতুন করে ৪৯ জন করোনা শনাক্ত।আজ বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন রনজিৎ কুমার বলেন, ঢাকা পিসিআর ল্যাবের নিকট হতে ৬ ও ৭ জুলাইয়ের নমুনার রির্পোটে করোনা পজিটিভ আসে।
নতুন করে করোনা পজেটিভদের মধ্যে নীলফামারী সদরে ৪২ জন রয়েছে। নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী দুদু মিয়া(৫০) সহ ১৯জন, নীলফামারী উত্তরা ইপিজেডের ২৩ শ্রমিকের মধ্যে ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ২০ জন, ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিঃ (বিভিন্ন ব্যাগ তৈরির শিল্পকারখানা) ৩ জন, জলঢাকা উপজেলা হাসপাতালের নার্স আয়া সহ ৪ জন, সৈয়দপুর উপজেলায় ২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় সাত বছরের ১ জন শিশু।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, নীলফামারী জেলায় করোনা শনাক্তর সংখ্যা ৪৭৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩২০। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৩ জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন।
উল্লেখ যে, নীলফামারী উত্তরা ইপিজেডে ৭ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৪২জন। আক্রান্ত ৭ জন চীনা নাগরিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST