হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপরে তিস্তার পানি।নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ দুপুরে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার (৫২.৬০) ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।এদিকে তিস্তায় পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার নদী তীরবর্তী ১৫ টি চরগ্রামে পানি ঢুকে প্লাবিত হয়।তবে পানি নামতে শুরু করেছে।
এদিকে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি (৪৪) জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র জানায়, উজানের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে গতকাল শুক্রবার দুপুরে চতুর্থ দফা বিপদসীমা ছাড়ায় তিস্তার পানি। গত রাত নয়টায় তা বেড়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে তারপর থেকে কমতে থাকে তিস্তার পানি। আজ দুপুর ১২ টা পর্য়স্ত ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে গত ২০ জুন প্রথম বিপসদীমা ছাড়ায় তিস্তার পানি। এরপর ২৬ থেকে ২৯ জুন ও ৪ জুলাই বিপসদীমার উপরে ছিলো তিস্তার পানি।