ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীতে বিপদসীমার ২০ সে.মি. উপরে তিস্তার পানি।১৫ টি চরগ্রামে পানি ঢুকে প্লাবিত ।

নীলফামারীতে বিপদসীমার ২০ সে.মি. উপরে তিস্তার পানি।১৫ টি চরগ্রামে পানি ঢুকে প্লাবিত ।

হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপরে তিস্তার পানি।নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ দুপুরে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার (৫২.৬০) ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।এদিকে তিস্তায় পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার নদী তীরবর্তী ১৫ টি চরগ্রামে পানি ঢুকে প্লাবিত হয়।তবে পানি নামতে শুরু করেছে।
এদিকে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি (৪৪) জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র জানায়, উজানের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে গতকাল শুক্রবার দুপুরে চতুর্থ দফা বিপদসীমা ছাড়ায় তিস্তার পানি। গত রাত নয়টায় তা বেড়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে তারপর থেকে কমতে থাকে তিস্তার পানি। আজ দুপুর ১২ টা পর্য়স্ত ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে গত ২০ জুন প্রথম বিপসদীমা ছাড়ায় তিস্তার পানি। এরপর ২৬ থেকে ২৯ জুন ও ৪ জুলাই বিপসদীমার উপরে ছিলো তিস্তার পানি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST